• বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৫ ১৪৩০

  • || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি আটক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর জেলা গোয়েন্দা দক্ষিন বিভাগ (মঠবাড়িয়া) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন।  আটককৃতরা হলো- উপজেলার জানখালী গ্রামের মো. শাহআলম হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার (২২), তেতুলতলা গ্রামের মৃত্যু বাদশা হাজীর ছেলে আবু ছালেহ (৩০) ও পৌর শহরের ১নং ওয়ার্ড বহেরাতলার লাল মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩৫)।
ওসি ডিবি মো. আসলাম উদ্দিন জানান,  নিয়মিত মাদক উদ্ধারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধা ও রাতে উপজেলার জানখালী, তেঁতুল তলা ও পৌর শহরের বহেরাতলা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। মাদক কারবারির অনেক সদস্য পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও হাসিব হাওলাদারকে ১০ পিস ইয়াবা, আবু ছালেহকে ২‘শ ৫০ গ্রাম ও আলমগীর হোসেনকে ২‘শ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। তিনি আরও বলেন শনিবার রাতেই আটককৃত ৩ মাদক কারবারিকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান,  এঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় পৃথক ৩ টি মামলা দায়ের করেছেন। হাসিব হাওলাদার, আবু ছালেহ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার (১০ সেপ্টেম্বর) সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।