• বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৫ ১৪৩০

  • || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৬ ব্যবসায়িকে আর্থিক সহায়তা প্রদান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সামনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৬টি দোকান মালিককে মঠবাড়িয়া পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে পৌরসভা অডিটরিয়ামে এ সহায়তার অর্থ প্রদান করা হয়।

অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় মঠবাড়িয়া পৌর প্রশাসক আরিফ-উল-হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুণ অর রশিদ, মঠবাড়িয়া বনিক সমিতির সভাপতি শামসুল হাসান খোকা, সাংগঠনিক সম্পাদক মো. জামাল আকন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, বনিক সমিতির সদস্য ও সাংবাদিক বৃন্দ। পরে স্থায়ী দুই ব্যাবসায়ীর হাতে ১০ হাজার করে এবং ভাসমান ২৪ ব্যাবসায়ীর হাতে ৫ হাজার করে টাকা তুলে দেন পৌর প্রশাসক মোঃ আরিফ-উল-হক।

উল্লেখ্য, গত রবিবার (৩ সেপ্টেম্বর ২৩) সকাল ছয়টায় মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় মন্দিরের সামনে ভয়াবহ অগ্নিকা-ে ২৬ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।

পৌর প্রশাসক মোঃ আরিফ-উল-হক অনাকাঙ্খিত এ অগ্নিকান্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আপনাদের ক্ষতির তুলনায় যথার্থ সহযোগিতা করতে পারছিনা। তবে ভবিষ্যতের জন্য আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। আগুন নেভাতে পানি সংগ্রহে বেগ পাবার বিষয়ও তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ইতোমধ্যে পানি সংগ্রহের পুকুরের মুখটি উদ্ধার করা হয়েছে। পৌর শহরের সকল ব্যাবসায়ীদের সুখ দঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি সকলকে  কাছে দোয়া প্রার্থণা করেন।