• বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৫ ১৪৩০

  • || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

জাতীয় স্থানীয় সরকার দিবস পালন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : “সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার” এ শ্লোগানে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস যথাযোগ্য মর্যদায় পালন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে ১৭ সেপ্টেম্বর রোববার সকালে ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ব্যান্ডপার্টি সহকারে পৌর শহরের একটি গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে ও প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান সিফাত, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর হক খান মজনু, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমাদুল হক খান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়ারুল ইসলাম, ওসি কামরুজ্জামান তালুকদার, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম, ওসি অপারেশন আব্দুল হালিম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকন, নাসির হোসেন হাওলাদার, আবু হানিফ খান,সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বেপারী সহ বিভিন্ন জন প্রতিনিধি, রাজনৈতিক, সমাজিক ব্যক্তিবর্গ ও সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বধীন সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে আরও বলেন, সরকারের বিভিন্ন সফলতায় জনপ্রতিনিধি ও স্থানীয় জন সাধারণের সাথে সেতুবন্ধন ও অবহিত করণের লক্ষ্যে সরকারের এ আয়োজন। কিন্তু আশানুরূপ জন প্রতিনিধি উপস্থিত না থাকায় গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং কড়া সমালোচনা করেন। এব্যাপারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম সরকারের বিভিন্ন সাফল্য ও পরিকল্পণার কথা তুলে ধরে বলেন, ভবিষ্যতে সরকারী প্রগ্রামে সংশ্লিষ্ট জন প্রতিনিধিদের উপস্থিত হবার বিষয়টি নিশ্চিত করার আশ^াস দেন। একই সাথে জন প্রতিনিধিদের উপস্থিত থাকার আহ্ববান জানান। পরে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেলায় অংম গ্রহণ করা ১১ টি ইউনিয়নের ১১ টি, পৌরসভার একটি , জনস্বাস্থ্য বিভিাগের একটি ও স্থানীয় সরকার (এলজিইডি) বিভাগের একটি স্টল পরিদর্শণ করেন।