• বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৫ ১৪৩০

  • || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ৮৭ টি পুজা মন্ডব নিরাপত্তায় থাকছে সিসি ক্যামেরা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরে মঠবাড়িয়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করেতে সলক প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় সভা করেছেন। এতে সিদ্ধান্ত নেয়া হয়েছে উপজেলা ৮৭ টি পূজা মন্ডবে নিরাপত্তার জন্য থাকছে  সিসি ক্যামেরা।

উপজেলার ৮৭ টি পূজা পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা পূজা পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সনাতন ধর্মবলম্বি নেতাদের সাথে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ অরিফুর রহমান সিফাত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, ওসি (অপারেশন) আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন জমাদার, ইউপি চেয়ারম্যান আবু হানিফ খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার, সাধারণ সম্পাদক পঙ্কজ শাওজাল, হিন্দু বৌ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মজিবর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের পূজা পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, সনাতন ধর্মবলম্বিদের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গো পূজা। উপজেলায় ৮৭ টি পূজা মন্ডবে নিরাপত্তার জন্য থাকবে  সিসি ক্যামেরা। ইতোমধ্যে উপজেলার ৮৭ টি পূজা পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা পূজা পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সনাতন ধর্মবলম্বি নেতাদের সাথে আলোচনা করা হয়েছে। এসকল পূজা মন্ডবে সরকারি বরাদ্ধও দেয়া হয়েছে।