• বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৫ ১৪৩০

  • || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ৭৬ টি পূজা মন্ডবে অনুদান বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর জেলা পরিষদের পক্ষ থেকে মঠবাড়িয়ায় ৭৬ টি পূজা মন্ডবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী এ অনুদান মন্ডব পরিচালনা কমিটির হাতে তুলে দেন।

অনুদান বিতরণ উপলক্ষে জেলা পরিষদের আয়োজনে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজাজামান, উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, জেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ যুগ্ম সাধারণ চন্দ্র শেখর, মঠবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার প্রমূখ।

জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পিরোজপুর জেলা পরিষদ সালমা রহমান হ্যাপী পৌর শহরের কেন্দ্রীয় এবং দক্ষিণ বন্দর পূজা মন্ডবে ২০ হাজার ও বাকি ৭৪ টি পূজা মন্ডবে দেড় হাজার করে টাকা দেন। তিনি আরও বলেন, রাস্ট্রীয় উৎসব ও সামাজিক উন্নয়নের জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।