• বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৫ ১৪৩০

  • || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় শ্রমিক লীগের প্রতিবাদ সভা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : বিএনপি-জামায়াত কর্তৃক পুলিশ ও গাড়ি চালক হত্যা, সাংবাদিক নির্যাতণ, নৈরাজ্য, আগুন সন্ত্রাস, নাশকতা প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা আ.লীগ সদস্য তাজউদ্দিন আহমেদ।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে পৌর শহরের ব্যাংকপাড়া দলীয় কার্যালয় প্রতিবাদ সভায় পৌর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোঃ এমাদুল খানের সভাপতিত্বে ও শ্রমিক লীগ নেতা জুলফিকার আমীন সোহেল সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি সাংবাদিক আব্দুস সালাম আজাদী, উপজেলা যুবলীগ সহ সভাপতি বাবু শরীফ, যুবলীগ নেতা কামরুল হাহমেদ রচি, ছাত্রলীগ সাবেক সভাপতি শরিফুল ইসলাম রাজু, শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান রাকিব, ইউনিয়ন শ্রমিক লীগ সাধারণ সম্পাদক কবির হোসেন মোক্তার, শ্রমিক নেতা হাসিবুল ইসলাম প্রমুখ।
পরে শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংপাড়া যুবলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় প্রধান অতিথি তাজউদ্দিন আহম্মেদ বলেন, বিএনপি-জামায়াত সমাবেশের নামে পুলিশ ও গাড়ি চালককে নির্মমভাবে হত্যা করে, অসংখ্য সাংবাদিকদের নির্যাতণ করেছে, নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও নাশকতা করছে। এদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।