• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় বিএনপি ও যুবদলের ১৫ নেতা-কর্মি গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : চলমান হরতাল অবরোধে নাশকতা ঘটানোর সন্দেহে পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গত দুই দিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অরেন্টভুক্ত বিএনপি ও যুবদলের ১৫ নেতা কর্মিকে গ্রেফতার করেছে।

গ্রেফতার কৃতরা হলেন- তুষখালী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, ধানীসাফা ওয়ার্ড বিএনপি সভাপতি মজনু ফরাজী, সাধারন সম্পাদকমোঃ বাবুল বিশ্বাস, সাপলেজা ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সেলিম, পৌরসভা বিএনপি নেতা মোঃ আবুল কালাম, উপজেলা যুবদল নেতা মোঃ লিটন, মোঃ কবির আকন, পৌর যুবদল নেতা মোঃ জাকির গাজী, ইউনিয়ন যুবদল নেতামোঃ কবির ঘরামী, মোঃ আফজাল হোসেন, মোঃ আলমগীর, মোঃ জহির যুবদল, মোঃ মন্টু যুবদল, মোঃ নিজাম উদ্দিন। এছাড়াও পিরোজপুর জেলা ছাত্রদল সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম মহারাজ ঢাকায় গ্রেফতার হন।

উপজেলা বিএনপি‘র সদস্য সচিব মোঃ আবু বকর সিদ্দিক বাদল বলেন, আমরা একদফা দাবি নিয়ে আন্দেলন করে যাচ্ছিলাম। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও দলীয় ক্যাডার বাহিনী উদ্যেশ্য প্রনোদিত ভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। এছাড়া বিএনপির চলমান সরকার বিরোধী আন্দোলন বানচাল করতে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে নেতা-কর্মিদের হয়রানী করছে। তিনি গ্রেফতারকৃত সকলের নিঃশর্ত মুক্তি ও গায়েবী মামলার প্রত্যাহারের দাবী করেন।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতারকৃতরা নাশকতা মামলার পলাতক আসামী। সম্প্রতি উপজেলার মাঝেরপুল এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগে থানায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাও হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে।