• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ২‘শ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন এলাকার ২‘শ টি দুস্থ্য পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করেছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায়  প্রধানমন্ত্রীর মানবিক এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়ন সাধারন সম্পাদক জুলফিকার আমীন সোহেল, অর্থ সম্পাদক সুমন বেপারী, সরকারি বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, দূর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় মঠবাড়িয়া উপজেলায় ২শ’ দুস্থ্য পরিবারের মাঝে ঢেউটিন ও ৩ হাজার টাকার করে চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী এর আবেদনের প্রেক্ষিতে দূর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দকৃত ২ বান্ডিল ঢেউটিন ৩ হাজার টাকার করে চেক বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক কর্যক্রম অব্যাহত থাকবে।