• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় আশরাফুর রহমান নৌকা প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান দলীয় (আ.লীগ) মনোনয়ন নৌকা প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল হয়েছে। ২৮ নভেম্বর সকালে  নেতা-কর্মিরা দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় উল্লাসে মিলিত হয়।

এদিকে গত ২৪ নভেম্বর বাংলাদেশ আ,লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের পিরোজপুর-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে আশরাফুর রহমানের নাম ঘোষণার পর মঠবাড়িয়ায় আনন্দ মিছিল বের করেন দলীয় নেতা-কর্মিরা। দলীয় মনোনয়ন পেয়ে আশরাফুর রহমান  ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু বাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, আ.লীগ মনোনীত প্রার্থী মোঃ আশরাফুর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি মোঃ রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস,  সাবেক সচিব মোফাজ্জেল হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, আ.লীগ নেতা মোঃ খলিলুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মোঃ তাজউদ্দিন আহম্মেদ প্রমূখ।

এর আগে ২৭ নভেম্বর সোমবার গভীর রাতে আশরাফুর রহমান ও তার সফর সঙ্গীরা মঠবাড়িয়ায় পৌছলে তাঁদেরকে স্থানীয় নেতা-কর্মিরা অভ্যার্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন, পৌর আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন, উপজেলা কৃষক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মাতুব্বর, সাধারণ সম্পাদক মোঃ কামরুল আকন, আ.লীগ নেতা মোঃ মিজানুর রহমান মিলন, হারুণ অর রশিদ, ছাত্রলীগ সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদসহ বিভিন্ন স্থরের শতাধীক দলীয় নেতা-কর্মি।

আ.লীগ মনোনীত প্রার্থী মোঃ আশরাফুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দলীয় একজন ত্যাগী কর্মি হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি দীর্ঘ বছর বঙ্গবন্ধুর  আদর্শ নিয়ে মানুষের জন্য কাজ করেছি। মঠবাড়িয়ার সর্বাস্থরের মানুষ আমাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে এ আসনটি শেখ হাসিনাকে উপহার দিবো। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।