• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

জিয়ার কারণেই কামালপুর যুদ্ধের ব্যর্থতা!

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

পরিকল্পনা ছিলো আগেই কিন্তু নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। তা বাঙালি যোদ্ধাদের বলেননি জিয়াউর রহমান। তাইতো ৭১ সালের ৩১ জুলাই, কামালপুর যুদ্ধে সম্মুখ সমরের যোদ্ধারা যখন তাদের ফর্মিং আপ প্লেসে পৌঁছাবে, ঠিক তার আগেই নিরাপদ দূরত্বে থেকে জিয়া তার সরাসরি নিয়ন্ত্রণে থাকা সৈনিকদের নির্দেশ দিলেন গুলি ছুঁড়তে।

এখান থেকেই একটি প্রশ্নের জন্ম…। তিনি কি আদতে যুদ্ধ করতে গিয়েছিলেন?
নাকি পাক বাহিনীকে বাঙালি যোদ্ধাদের আক্রমণ সম্পর্কে সতর্ক করতে গিয়েছিলেন, যাতে তারা প্রস্তুতির সুযোগ পায়।

সেদিন জিয়ার এই ভ্রান্ত পরিকল্পনায় বলি হয়ে শহীদ ক্যাপ্টেন সালাহউদ্দিনসহ হতাহত হন ৬৭ জন মুক্তিযোদ্ধা। ঘটনার বর্ণনা দিয়েছেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম ও শাফায়াত জামিল।

তারা তাদের লেখায় বলেছেন, জিয়া তার অঞ্চলে ভ্রান্তভাবে পরিকল্পিত একটি অভিযান করতে গিয়ে একদিনে ৬৭ জন যোদ্ধা হারিয়েছিলেন, যা গোটা মুক্তিযুদ্ধের সময়ে অন্য কোন সেক্টরে অভিযান চালাতে গিয়ে এ রকম অপূরণীয় ক্ষতি আর কারো দ্বারা সংঘটিত হয়নি।

এখন আপনারাই বলুন সুপরিকল্পিত হত্যার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে জিয়া কিভাবে এর দায় এড়াবেন?