• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বরিশালে দুই উপজেলার আওয়ামী লীগের ১৭ নেতাকে বহিষ্কার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১২ জুন ২০২২  

বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা করার অভিযোগে ১৭ জন আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে।  

বহিষ্কৃত ১৭ জন হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের আবুল হোসেন আকন, রুহুল আমীন পলাশ, গোবিন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, আন্দারমানিক ইউনিয়নের নাসির উদ্দিন খোকন, আ. রহমান পলাশ, কাজী শহিদুল ইসলাম, লতা ইউনিয়নের আবু রাশেদ মনি, ফজলে রাব্বী, বিদ্যানন্দপুর ইউনিয়নের আবুল বাসার মাস্টার, শাহ আলমগীর, শাহাব উদ্দিন ফকির, মনির হোসেন, বর্তমান চেয়ারম্যান আ. জলিল মিয়া, জয়বাংলা নগর ইউনিয়নের মনির হোসেন হাওলাদার, হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের মো. ফিরোজ হোসেন, জাহাঙ্গীর মুন্সী এবং ধুলখোলা ইউনিয়নের মো. জামাল উদ্দিন ঢালী।

এসব নেতাকর্মী ওই সকল উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদ-পদবী ধারণ করছেন।