• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

গোপালপুরে বিদ্রোহী প্রার্থীসহ আ.লীগের ৬ নেতা বহিষ্কার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১২ জুন ২০২২  

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ও নির্বাচন করায় এবার টাঙ্গাইল গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন— হেমনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী মো. মাসুদ খান নাসির এবং তার সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মাহবুব হাসান টুটুল, ধর্মবিষয়ক সম্পাদক মজনু কাজী, সদস্য জাহাঙ্গীর আলম ও ইউসুফ আলী এবং ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শামসুল আলম শমেস। 

এর আগে একই অভিযোগে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালপুর উপজেলার হেমনগর ও ঝওয়াইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।