• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী আজ কালকিনি হানাদার মুক্ত দিবস বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

‘নির্বাচন বাধাগ্রস্ত করতে এলে দাঁতভাঙা জবাব হবে’

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৩  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যেকোনো কিছুর বিনিময়ে হলেও সংবিধান সম্মতভাবে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচন যারা বাধাগ্রস্ত করতে আসবে তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে সাভারের আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি-জামায়াত ক্ষমতায় গিয়ে রক্তপাতের রাজনীতি শুরু করেছিল দাবি করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ওরা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছে, আমাদের নেতাকর্মীদের হাত-পা কেটেছে, চোখ উপড়ে ফেলেছে। সেই বিএনপি-জামায়াত আজ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নকে মেনে নিতে পারে না। দেশের এই শান্তিকে মেনে নিতে পারে না।’

তাই দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আজকের শান্তি সমাবেশ থেকে প্রতিজ্ঞা করার আহ্বান জানিয়ে সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, ‘যেকোনো কিছুর বিনিময়ে হলেও সংবিধান সম্মতভাবে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেই নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘বড় বড় কথা বলেন। ভুলে গেছেন? ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নায়ক ছিল আপনার বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান। সেই খুনি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি ডালিম-শাহরিয়ার-নূরদের আশ্রয় দিয়েছে, বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছে।’

নানক বলেন, ‘খালেদা জিয়া আইনি লড়াইয়ের মধ্য দিয়ে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। সেই খালেদা জিয়াকে শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে কারাগর থেকে করে করে এনে বাড়িতে রাখার ব্যবস্থা করেছেন। বাংলাদেশের সবচেয়ে নামি-দামি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তারপরও বলেন খালেদা জিয়ার চিকিৎসা হয় না। আসলে মির্জা ফখরুলরা দেশে অস্থিতিশীলতা করতে চায়।’

তাই দলের নেতাকর্মীদের আগামী দিনে যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ জেলা ও উপজেলার নেতারা। সমাবেশ পরিচালনা করেন ঢাকা জেলার সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।