• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন

আবুল হাসানাত আব্দুল্লাহ’র মনোনয়নপত্র জমা দিলেন ছেলে আশিক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১(গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রাথী কেন্দ্রীয় আওয়ামীলীগের সিনিয়র সদস্য ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ২৯ নভেম্বর দুপুরের পরে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা সহকারী রিটানিং অফিসার এবং দুই উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বর্তমান সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ছোট ছেলে বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ দুই উপজেলায় তার পিতার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন।

গৌরনদী উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খানের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন ও আবুল হাসানাত আব্দুল্লাহর একান্ত সচিব খায়রুল বাশার। আগৈলঝাড়া উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অজয় দাসগুপ্ত, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, আবুল হাসানাত আব্দুল্লাহর একান্ত সচিব খায়রুল বাসার।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৩ জন। এরমধ্যে গৌরনদী উপজেলায় ১ লাখ ৭২ হাজার ৪৫১জন এবং আগৈলঝাড়া উপজেলায় ১ লাখ ৩১ হাজার ৮শত ৫২জন। ভোট কেন্দ্র ১২৯টি।