• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

‘বাকিটা আল্লাহর হাতে’ কথাটি কি জায়েজ?

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

পবিত্র কুরআনুল কারিমে বলা হয়েছে, وَأَنْ لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَى وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَى
অর্থ: ‘মানুষ যা চেষ্টা করে তাই পায়। তার চেষ্টার ফল অচিরেই প্রকাশ পাবে’। (সূরা: নাজম, আয়াত: ৩৯-৪০)

চেষ্টা করার পরও কখনো কখনো সফল হওয়া যায় না। কেননা সফলতা আল্লাহর হাতে। তাই বান্দা বলে, ‘আমরা চেষ্টা করতে পারি, বাকিটা আল্লাহর হাতে’। সুতরাং এভাবে বলা কোনোভাবেই শরিয়ত পরিপন্থী নয়।

কারণ এই বাক্যের উদ্দেশ্য কখনোই এটা নয় যে, অর্ধেক আল্লাহর হাতে আর অর্ধেক বান্দার হাতে। বরং উদ্দেশ্য হলো, বান্দা তার সাধ্যানুযায়ী চেষ্টা করবে। বাকি সফল হওয়া না হওয়াটা আল্লাহর ফয়সালার উপর।

মূলত আল্লাহ তাআলা দুনিয়াকে দারুল আসবাব বা উপকরণ নির্ভর বানিয়েছেন। যদিও আল্লাহ উপকরণ ছাড়াও দিতে পারেন- এটাই মুমিনের বিশ্বাস। ফলে দুনিয়াতে যে বীজ বুনবে, সে ফসল পাবে এটাই নিয়ম। কিন্তু বীজ বুনলেই যে ফসল ফলবে তার গ্যারান্টি নাই।

বান্দার কাজ বীজ বপন করা ও ক্ষেতের পরিচর্যা করা। বাকিটুকু আল্লাহর ওপর। অর্থাৎ, সেই বীজ থেকে ঠিক মতো চারা গজানো, তারপর সেই চারা বড় হয়ে তাতে ফসল ফলা ইত্যাদি।

সুতরাং এই ধরনের কথাকে এভাবে ব্যাখ্যা করা যে- এর মানে হলো অর্ধেক বান্দার উপর আর অর্ধেক আল্লাহর উপর, সম্পূর্ণ  ভুল ব্যাখ্যা ও আক্ষরিক অর্থ গ্রহণ। এমন অক্ষরবাদিতা থেকে আল্লাহর কাছে পানাহ চাই।

মানুষের কথাকে আক্ষরিক অর্থে না ধরে বরং এর উদ্দেশ্য ও মর্মের প্রতি লক্ষ্য রাখা নিয়ম। এটা ভাষার আলংকারিক দিক এবং সব ভাষাতেই সমানভাবে প্রযোজ্য।

আরবি বালাগাত বা অলংকার শাস্ত্রে এই বিষয়ে খুব প্রসিদ্ধ একটি উদাহরণ আছে- আনবাতার রবীউল বাকলা। অর্থাৎ, বসন্ত ফসল উৎপাদন করেছে। এই কথাটি একজন মুমিন বললে এটি মাজায বা রূপক হবে।

কেননা মূল সৃষ্টিকর্তা তো আল্লাহ, এটা মুমিনমাত্রই বিশ্বাস করে। কিন্তু বসন্ত কালের উপযোগী আবহাওয়া যেহেতু ফসল ফলানোর ক্ষেত্রে বাহ্যিক ভূমিকা রাখে, তাই তার দিকেই ক্রিয়াকে সম্বন্ধিত করা হয়েছে।

বাংলাতেও আমরা বলি, দুধ খাওয়ার কারণে পেট ব্যাথা হয়েছে বা অমুক ঔষুধ তাকে সুস্থ করেছে।