• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১  

ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তায় ফেসবুকের জনপ্রিয় ফিচার টু-ফ্যাক্টর অথেনটিকেশন। মোবাইল নম্বরের মাধ্যমে সহজেই এই ফিচার ব্যবহার করা যায়।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার অ্যাকটিভ করা থাকলে যে কোন অপরিচিত অ্যাপ বা ব্রাউজার থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগ-ইন করলে মোবাইলে কোড চলে আসবে। সেই কোড ছাড়া অ্যাকাউন্টে লগ-ইন করা সম্ভব হয় না।

হ্যাকারদের উপদ্রব থেকে ব্যবহারকারীদের বাঁচানোর জন্য টু-ফ্যাক্টর ভেরিফিকেশন সিস্টেম চালু করে ফেসবুক। আজ আপনাকে জানাবো ফেসবুকে কীভাবে টু-ফ্যাক্টর ভেরিফিকেশন অ্যাকটিভ করতে হয়। মোবাইলে যেভাবে করবেন-

# ডিভাইসে ফেসবুক অ্যাপ খুলুন

# মোবাইল স্ক্রিনের থ্রি-হরাইজন্টাল ডটস মেনু আইকনের উপরের দিকে ডান পাশে সিলেক্ট করুন

# এবার নিচে গিয়ে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ক্লিক করে ‘সেটিংস’ সিলেক্ট করুন

# সিলেক্ট করুন ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’

# ‘ইউজ টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ সিলেক্ট করুন

# ‘সিলেক্ট আ সিকিউরিটি মেথড’-এর নিচে ‘টেক্সট মেসেজ (এসএমএস)’ সিলেক্ট করুন

# ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর দিয়ে সিলেক্ট করুন ‘কন্টিনিউ’

# ছয় অঙ্কের একটি কোড আপনার মোবাইল ফোন নম্বরে পাঠানো হলে সেটি টেক্সট বক্সে লিখুন এবং তারপর ‘কন্টিনিউ’ সিলেক্ট করুন

# এভাবেই আপনার মোবাইল ফোনে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু হয়ে যাবে

ব্রাউজারে যেভাবে করবেন-

# ‘সিকিউরিটি অ্যান্ড লগইন সেটিংসে’ যান

# স্ক্রল করে নিচে নেমে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ সিলেক্ট করে সেটাপ করুন

# সিকিউরিটি মেথড বাছাই করুন এবং কম্পিউটারের স্ক্রিনের নির্দেশনা মোতাবেক ভেরিফিকেশন করুন ফেসবুক অ্যাকাউন্ট।