• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইংরেজি নয়, এবার বাংলাতেই হোয়াটসঅ্যাপ ব্যবহার!

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২  

বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ । অ্যাপটিতে ভাষা বদল করার জন্য রয়েছে দুটি উপায়। ফোন সেটিংস থেকে স্মার্টফোনের ভাষা বদল করলে হোয়াটসঅ্যাপ-এর ভাষাও বদলে যাবে। তবে এখন ফোনের ভাষা না বদলেও শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এর ভাষা বদল করা সম্ভব। 

কীভাবে করবেন? চলুন জেনে আসা যাক

প্রথম পদ্ধতি 

যে ভাষায় ফোন ব্যবহার করবেন সেই ভাষাকেই গ্রহণ করবে হোয়াটসঅ্যাপ। তাই আপনি যদি নিজের ফোনের ভাষা বদলে বাংলা করে নেন সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এর ভাষাও নিজে থেকে বাংলা হয়ে যাবে। ফোনের ভাষা বদল করার উপায় দেখে নিন

Android ফোনে ভাষা বদল করবেন কীভাবে?

Settings -> System -> Language and Input সিলেক্ট করে Languages বেছে নিন। এবার Add a language সিলেক্ট করে নিজের পছন্দের ভাষা সিলেক্ট করুন।

iPhone -এ ভাষা বদল করবেন কীভাবে?

Settings -> General -> Language & Region -> iPhone Language সিলেক্ট করুন। পছন্দের ভাষা বেছে নিয়ে Change সিলেক্ট করুন।

দ্বিতীয় পদ্ধতি

WhatsApp ওপেন করে Settings ওপেন করুন। এবার Chats সিলেক্ট করে App Language সিলেক্ট করুন। এবার পছন্দের ভাষা বেছে নিন।