• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির

ইনস্টাগ্রামে কোন কন্টেন্ট দেখবেন ঠিক করুন নিজেই

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১২ জুন ২০২২  

মেটার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো নতুন সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেরাই নির্ধারণ করতে পারবেন তারা কী দেখবেন, কী দেখবেন না এবং কতটা দেখবেন। আর সে জন্যই ইনস্টাগ্রাম নিয়ে আসছে তাদের নতুন ফিচার।

ইনস্টাগ্রামের এই নতুন ফিচারকে বলা হচ্ছে সেনসিটিভ কনটেন্ট কন্ট্রোল ফিচার। এর মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন এই প্ল্যাটফর্মের বিভিন্ন ধরনের সংবেদনশীল কনটেন্ট। ইনস্টাগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নতুন এই সেনসিটিভ কনটেন্ট কন্ট্রোল ফিচার ব্যবহার করা যাবে সব ক্ষেত্রেই।

ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের যে কোনো অংশেই এ ধরনের ‘সেনসিটিভ কনটেন্ট’ দেখার বিষয়টি নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মধ্যে থাকতে পারে ইনস্টাগ্রামের সার্চ অপশন, রিলস, যে অ্যাকাউন্ট ব্যবহারকারী ফলো করছে, হ্যাশট্যাগ পেজ এবং ইনস্টাগ্রাম নিজে যে সব ইন-ফিড কনটেন্টের পরামর্শ দেয়।

এর ফলে সার্চ এবং হ্যাশট্যাগ পেজের রেকমেন্ডেশন আরও উন্নত হবে। জানা গেছে ইনস্টাগ্রামের নতুন এই আপডেট আগামী সপ্তাহে থেকেই পাবেন ব্যবহারকারীরা। নতুন এই সেনসিটিভ কনটেন্ট কন্ট্রোল ফিচারে তিনটি অপশন থাকবে-মোর, স্ট্যান্ডার্ড এবং লেস।

নতুন ফিচারের এই তিনটি অপশনের মধ্যে ‘স্ট্যান্ডার্ড’ হলো ডিফল্ট। এতে ব্যবহারকারীরা তাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে বেশ কিছু সেনসিটিভ কনটেন্ট দেখতে পাবেন না। নতুন ফিচারের ‘মোর’ অপশন বেছে নিলে ইউজাররা তাদের ইনস্টাগ্রামের প্রায় সব সেনসিটিভ কনটেন্টই দেখতে পাবেন। একই ভাবে ‘লেস’ অপশন বেছে নিলে ইউজাররা তাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে খুবই কম পরিমাণে সেনসিটিভ কনটেন্ট দেখতে পাবেন।

যাদের বয়স ১৮ বছরের কম, তারা নতুন ফিচারের ‘মোর’ অপশন ব্যবহার করতে পারবে না। এছাড়াও সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন এই ফিচারে বেশ কিছু টুল ব্যবহার করতে পারবেন ইউজাররা। এর মধ্যে আছে কমেন্ট কন্ট্রোল, রেস্ট্রিক্ট, ব্লক এবং মিউট। ভবিষ্যতে আরও টুল যুক্ত করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।