• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

টুইটার লগ ইন-এ নতুন সমস্যা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২  

হঠাৎ সমস্যায় পড়েছেন টুইটার ব্যবহারকারীরা। একাংশের অভিযোগ, টুইটারে লগ ইন করতে পারছেন না বহু ব্যবহারকারী। তবে কেন এই সমস্যা তা নিয়ে ইলন মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইটের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আমেরিকা-কানাডার প্রায় ১০ হাজার ইউজার টুইটারে লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন। সমস্যার সূত্রপাত হয় আমেরিকার স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সমস্যা মেটেনি।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্বজুড়ে হাজার-হাজার ইউজার অভিযোগ করেন তারা টুইটারে লগ ইন করতে পারছেন না। সমস্যা মূলত দেখা গিয়েছে, টুইটারের ওয়েব ভারসানে। কেউ কেউ আবার দাবি করেছেন, টুইটারের নোটিফিকেশন আসছে না। সবমিলিয়ে চরম সমস্যার মুথে টুইটার ব্যবহারকারী। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন তারা। ইউজারদের অভিযোগ, মাস্ক টুইটারের দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক সমস্যার মুখে পড়ছেন তারা।

এদিকে কী কারণে এই সমস্যা, কতক্ষণে সমস্যা সমাধান হবে তা নিয়ে টুইটারের তরফে একটি শব্দও খরচ করা হয়নি। ওয়াকিবহাল মহলের প্রাথমিক ধারনা, টুইটারের ইন্টারনাল কোডিংয়ের সমস্যার কারণেই এই বিপত্তি।

এদিকে ইলন মাস্ক দায়িত্ব নেয়ার দুই মাসের মাথায় এই ত্রুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। ক্রমাগত কটাক্ষের শিকার এই ধনকুবের।