• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন

বাজারে এল নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপ, ম্যাক মিনি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

বাজারে এসেছে পরবর্তী প্রজন্মের সিলিকন প্রযুক্তিতে তৈরি অ্যাপলের ম্যাকবুক প্রো ল্যাপটপ ও ম্যাক মিনি। দুটি ভিন্ন ভিন্ন সাইজের ম্যাকবুক প্রো ল্যাপটপে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন আরও বেশি পারফরম্যান্স ও ব্যাটারি লাইফ।

প্রতি বছরই নতুন স্ট্যান্ডার্ড-এর ম্যাকবুক প্রো বাজারে ছেড়ে ল্যাপটপের জগতে চমক আনে টেক জায়ান্ট অ্যাপল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাজারে এসেছে ম্যাকবুক প্রো ল্যাপটপের সবশেষ সংস্করণ। এছাড়া এম২ প্রো যুক্ত ম্যাক মিনিও বাজারে এনেছে অ্যাপল।

পরবর্তী প্রজন্মের সিলিকন ব্যবহার করায় নতুন ম্যাকবুক প্রো ও ম্যাক মিনির ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন আরও দীর্ঘ ব্যাটারি লাইফ এবং পারফরম্যান্স।  

বাজারে ১৪ ও ১৬ ইঞ্চি সংস্করণে পাওয়া যাবে এম২ প্রো এবং এম২ ম্যাক্স চিপের মাধ্যমে চালিত ম্যাকবুক প্রো। আগের জেনারেশনের এম১ ভ্যারিয়েন্টের চেয়ে যার পারফরম্যান্স হবে প্রায় ৩০ শতাংশ বেশি।

নতুন প্রসেসরের কল্যাণে ম্যাকবুক প্রো’র ২০২৩ মডেলের ব্যাটারি লাইফ আরও বেড়েছে। ১৪ ইঞ্চির নতুন ম্যাকবুক মডেলে একবার ফুল চার্জে ১৮ ঘণ্টা ভিডিও প্লেব্যাক ও ১২ ঘণ্টা ওয়্যারলেস ওয়েব ব্রাউজিং উপভোগ করা যাবে। অন্যদিকে ১৬ ইঞ্চি মডেলে উপভোগ করা যাবে ২২ ঘণ্টা ভিডিও প্লেব্যাক ও ১৫ ঘণ্টা ওয়্যারলেস ওয়েব ব্রাউজিং।

তিন ভ্যারিয়েন্টে ম্যাকবুক প্রো ১৪ ইঞ্চি পাওয়া যাবে যথাক্রমে ১৯৯৯, ২৪৯৯ ও ৩০৯৯ ডলারে। অন্যদিকে তিন ভ্যারিয়েন্টে ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো পাওয়া যাবে ২৪৯৯, ২৬৯৯ ও ৩৪৯৯ ডলারে।

ম্যাকবুক প্রোর পাশাপাশি এম২ ও এম২ প্রো প্রসেসরযুক্ত ম্যাক মিনিও বাজারে এনেছে অ্যাপল। ৮-কোর সিপিইউ ও ১০-কোর জিপিইউ ভ্যারিয়েন্টের জন্য এম২ প্রসেসর এর ম্যাক মিনির দাম রাখা হয়েছে ৫৯৯ ডলার ও ৭৯৯ ডলার। অপর দিকে ১০-কোর সিপিইউ ও ১৬-কোর জিপিইউ সমৃদ্ধ এমটুপ্রো মডেলের ম্যাক মিনি পাওয়া যাবে ১২৯৯ ডলারে।

এম২ মডেলগুলোতে দুই টেরাবাইট পর্যন্ত ও এম২ প্রো মডেলগুলোতে আট টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বেছে নেয়ার সুযোগ রয়েছে ব্যবহারকারীদের জন্য।