• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

পাসওয়ার্ড ছাড়াই লগইন করা যাবে গুগল অ্যাকাউন্ট

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ মে ২০২৩  

গুগল অ্যাকাউন্ট লগইন করতে আর পাসওয়ার্ড লাগবে না। এর বদলে পাসকি দিতে হবে। গুগল পাসকি আপনার পরিচয় যাচাই করতে ডিভাইসের বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করবে।
সার্চ ইঞ্জিন জায়ান্টটি জানিয়েছে, পাসওয়ার্ডহীন ভবিষ্যতের জন্য এটি একটি বড় পদক্ষেপ হতে পারে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, ব্যবহারকারীদের হ্যাকিং থেকে রক্ষা করতে পারে। সেই গুগল পাসকি এখন আপনিও ব্যবহার করতে পারবেন।

গুগল পাসকি তার ব্যবহারকারীদের পাসওয়ার্ড ছাড়াই অ্যাপ এবং ওয়েবসাইটে সাইনইন করতে দেয়। ইউজারদের ডিভাইসে বায়োমেট্রিক সেন্সর, পিন এবং প্যাটার্ন দিয়ে ভেরিফাই করে। এখন পাসকি সমস্ত গুগল অ্যাকাউন্টগুলোর জন্যই চালু করা হয়েছে এবং খুব শিগগিরই তা অন্যান্য পরিষেবাগুলোর জন্যও চলে আসবে।

গুগলে পাসকি কীভাবে সেট করবেন?

১. আপনার ফোন বা কম্পিউটার থেকে ওয়েব ব্রাউজার খুলুন। তারপরে g.co/passkeys অপশন থেকে Google Passkey পেজে চলে যান।

২. আপনার Gmail অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। একবার লগ ইন করে ফেললেই আপনি Passkey পেয়ে যাবেন।

৩. এবার আপনাকে Use Passkey বাটনে ক্লিক করতে হবে। একটি পপ-আপ চলে আসবে, যা আপনার ডিভাইসের বায়োমেট্রিক্স বা পিন কোড ব্যবহার করে পরিচয় যাচাই করতে বলবে।

৪. প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে আপনাকে একটি কনফারমেশন মেসেজ দেখানো হবে। সেখানে আপনাকে দেখানো হবে, Passkey অ্যাক্টিভেট হয়েছে। তারপর আপনি যে কোনো ডিভাইস থেকে Google Account-এ সাইনইন করতে Passkey ব্যবহার করতে পারবেন।

৫. এখন আপনাকে কোনো অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিতে হবে না, আপনাকে শুধু বায়োমেট্রিক্স দিয়ে নিজেকে যাচাই করতে হবে।