• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী আজ কালকিনি হানাদার মুক্ত দিবস বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

সাইবার হ্যাকাররা আগের চেয়ে দ্রুত হামলা চালাচ্ছে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩  

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি অ্যাকটিভ অ্যাডভারসেরি রিপোর্ট ফর টেক লিডারস ২০২৩ প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২৩ সালের প্রথমার্ধে সাইবার হামলাকারীদের আচরণ এবং টুলসগুলো কি ধরনের ছিল সেই সম্পর্কে এই প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে সফোস এক্স-অপস ২০২৩ সালের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সফোস ইনসিডেন্ট রেসপন্সের (আইআর) আওতার ঘটনাগুলো বিশ্লেষণ করেছে। বিশ্লেষণে দেখা যায়, সাইবার হামলার শুরুর সময় থেকে হামলাটি সনাক্ত হওয়া পর্যন্ত, এর সম্পূর্ণ সময়কাল গড়ে পূর্বের চেয়ে কমে এসেছে। ১০ দিনের পরিবর্তে সাইবার হামলাগুলো পরবর্তীতে ৮ দিনে সংঘটিত হয়েছে। অন্যদিকে, র‍্যানসমওয়্যারের হামলাগুলো ঘটেছে কেবল ৫ দিনের মধ্যে। ২০২২ সালে, হামলার এই সময়সীমা গড়ে কমে এসেছিল ১৫ থেকে ১০ দিনে।

এই প্রতিবেদনে দেখা গেছে, অ্যাকটিভ ডিরেক্টরিতে (এডি) পৌঁছাতে হামলারকারীদের গড়ে এক দিনেরও কম সময় লেগেছে। এতে তারা প্রবেশ করতে পারে প্রায় ১৬ ঘণ্টার মধ্যে। অ্যাকটিভ ডিরেক্টরি সাধারণত একটি প্রতিষ্ঠানের রিসোর্সগুলোর আইডেন্টিটি এবং অ্যাক্সেসগুলো পরিচালনা করে। অর্থাৎ অ্যাকটিভ ডিরেক্টরি ব্যবহার করতে পারলে হামলাকারীরা সহজেই সিস্টেমে লগ ইন করতে সক্ষম হয় এবং সিস্টেমের বড় ধরনের ক্ষতি করতে পারে।

এছাড়া র‍্যানসমওয়্যারের আক্রমণের ক্ষেত্রে দেখা যায়, ৬৯% ঘটনায় হামলাগুলো গড়ে মাত্র পাঁচ দিনের মধ্যে সংঘটিত হয়। আর ৮১%  র‍্যানসমওয়্যারের হামলায় ফাইনাল পেলোড নিয়মিত কর্মঘণ্টার বাইরে চালু করা হয়েছিল। আবার যেই হামলাগুলো কর্মদিবসের মধ্যেই সংঘটিত হয়েছিল সেগুলোর ক্ষেত্রে সময় লেগেছিল ৫ ঘণ্টা। প্রতিবেদনে আরও উঠে এসেছে, সপ্তাহ আগানোর সাথে সাথে সনাক্ত করা আক্রমণের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। যেখানে প্রায় অর্ধেক (৪৩%) র‍্যানসমওয়্যারের হামলা শুক্রবার বা শনিবার সনাক্ত করা হয়েছে।

প্রতিবেদনটি সফোস ইনসিডেন্ট রেসপন্সের তদন্তের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে বিশ্বের ২৫টি সেক্টরের উপর তথ্য নেয়া হয় যেখানে প্রতিষ্ঠানগুলো ছয়টি মহাদেশে থেকে মোট ৩৩টি ভিন্ন দেশের ছিল। ৮৮ শতাংশ ঘটনা এমন প্রতিষ্ঠানগুলো থেকে নেয়া হয়েছে যেখানে কর্মীসংখ্যা ১,০০০ এরও কম।