• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী আজ কালকিনি হানাদার মুক্ত দিবস বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

যেসব অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩  

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ- ব্যবহারকারীদের জন্য প্রায়ই আপডেট নিয়ে আসে। এতে যুক্ত করা হয় নতুন অনেক ফিচার। সম্প্রতি চ্যানেল চালু করেছে হোয়াটসঅ্যাপ। এবার নতুন এক তথ্য জানাল সামাজিক যোগাযোগমাধ্যমটি। তবে তাতে অনেক ব্যবহারকারীকে মোবাইল পাল্টাতে হতে পারে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী ২৪ অক্টোবর থেকে বেশ কয়েকটি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না অ্যাপটি। ওইদিনের পর থেকে অ্যান্ড্রয়েড ওএস ভার্সন ৪.১ বা তার পুরোনো সংস্করণ থাকা ফোনে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যেসব অ্যান্ড্রয়েড স্মার্টফোন এই অপারেটিং সিস্টেমগুলো দ্বারা চালিত, সেগুলো আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডে বলছে, এখনো অনেকে পুরোনো এসব সংস্করণের ফোন ব্যবহার করছেন। এ তালিকায় রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস, স্যামসাং গ্যালাক্সি নোট ২, স্যামসাং গ্যালাক্সি এস২, স্যামসাং গ্যালাক্সি নেক্সাস, এইচটিসি ডিসায়ার এইচডি, এইচটিসি ওয়ান।

এদিকে মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের চ্যাট অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে বেশ কয়েকটি নতুন ফিচারের ঘোষণা দিয়েছে। এর মধ্যে অন্যতম, ‘ফ্লোস’ ফিচার। এই ফিচারের সুবাদে হোয়াটসঅ্যাপে জরুরি কেনাকাটা করতে পারবেন ব্যবহারকারী। ট্রেনের টিকিট কেনা, খাবার অর্ডার দেওয়া এবং কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের কার্টে আইটেম যোগ করতে পারেন। এরপর সমর্থিত ইউপিআই অ্যাপ, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং আরো অনেক মাধ্যম থেকে তাদের পছন্দের পদ্ধতি ব্যবহার করে অর্থ প্রদান করতে পারবেন।

কেনাকাটার এ সুবিধায় অ্যাকাউন্টে সাপোর্ট পেতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মেটার ভেরিফায়েড ব্যাজের জন্য সাইনআপ করতে পারবে। মেটা ভেরিফায়েড অতিরিক্ত প্রিমিয়াম ফিচারসহ একটি কাস্টম হোয়াটসঅ্যাপ পেজ তৈরি করা যাবে।