• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

দুঃস্বপ্নের শুরুর পর লিটন-মুশফিকের লড়াই

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ মে ২০২২  

শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে রীতিমত দুঃস্বপ্নের মতো সূচনা হয়েছে বাংলাদেশের। ইনিংসের একদম শুরুতেই ৫ উইকেট হারিয়েছে টাইগাররা। এরপর লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে লড়াই চালাচ্ছে স্বাগতিকরা।

লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৬৬ রান।

টস জিতে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় স্বাগতিকরা। সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। লঙ্কান পেসার কাসুন রাজিথার বলে ব্যাট প্যাডের ফাঁক গলে বোল্ড হন তিনি (০)। 

এরপর অভিজ্ঞ তামিম ইকবালও বেশিক্ষণ টিকতে পারেননি। আসিথা ফার্নান্ডোর বলে লেগ সাইডে খেলতে গেলে উল্টোদিকে বল উঠে যায়, জয়াবিক্রমের দুর্দান্ত ক্যাচ হন এই ওপেনার (০)।

দুই ওপেনার ডাক মারার পর আরো একবার দশের নিচে আউট হয়েছেন মুমিনুল হক। ৯ রান করে আসিথা ফার্নান্ডোর বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এ নিয়ে টানা ছয় ইনিংসে দশের নিচে সাজঘরে ফিরলেন তিনি।

ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্তকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। কিন্তু মুমিনুল ফেরার পরের ওভারেই রাজিথা বোল্ড করেন বাঁহাতি এই ব্যাটারকে (৮)। পরের বলে এলবিডব্লিউ হন সাকিব আল হাসান (০)। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

মাত্র ২৪ রানে পাঁচ উইকেট হারানোর পর সকালের প্রথম সেশনের বাকীটা সময় নির্বিঘ্নে পার করেছেন লিটন ও মুশফিক। দুজনে অপরাজিত আছেন যথাক্রমে ২৬ ও ২২ রানে।