• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মুশফিকের ১৫০, চালকের আসনে বাংলাদেশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ মে ২০২২  

দারুণ ছন্দে আছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দ্বিতীয় টেস্টে মঙ্গলবার (২৪ মে) দেড়শ রান পূরণ করেছেন বাংলাদেশের এই ব্যাটার। ২৯৮ বলে ২০ চারে ১৫৭ রানে অপরাজিত আছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৩৭ রান।

গতকাল সোমবার (২৩ মে) টেস্টে নিজের নবম শতক পেয়েছেন মুশফিক। চট্টগ্রাম টেস্টে প্রায় ২৭ মাস পর টেস্ট সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। তার টেস্ট ক্যারিয়ারের মন্থরতম সেঞ্চুরিতে সেঞ্চুরি খরা কাটালেও প্রয়োজনের সময় রানের গতি বাড়াতে না পারায় সমালোচিত হয়েছিলেন তিনি। গতকাল দলের চরম দুঃসময়ে মুশফিক জানান দিলেন, কখনো কখনো ধীর ব্যাটিংটাও দরকারি হয়ে ওঠে।

আজ সকাল থেকেও মন্থরভাবে খেলতে থাকেন মুশফিক। তার শতক এসেছিল ২১৮ বলে। আর দেড়শ রান এসেছে ২৯১তম বলে। এর আগে দিনের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দিনের সপ্তম ওভারে কাসুন রাজিথা এক ওভারেই দুই উইকেট তুলে নেন। প্রথমে সেট ব্যাটসম্যান লিটন দাসকে প্যাভিলিয়নে ফেরান রাজিথা। সপ্তম ওভারে কাসুন রাজিথার প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন সেট ব্যাটসম্যান লিটন দাস। ২৪৬ বলে ১৬ চার ও এক ছক্কায় সাজানো লিটনের ইনিংস শেষ হয় ১৪১ রানে। দেড়শ'র আক্ষেপটা রয়ে গেল তার। পাশাপাশি লিটন-মুশফিকের ২৭২ রানের জুটিও ভাঙে।

একই ওভারের চতুর্থ বলে আবারো উইকেটরক্ষক ডিকভেলার কাছে ক্যাচ দিয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন মোসাদ্দেক হোসেন। এখন অপরাজিত মুশফিকের সঙ্গে ক্রিজে আছেন তাইজুল ইসলাম।

এদিকে একই ওভারে দুই উইকেট নিয়ে ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন কাসুন রাজিথা। গতকাল জয়, শান্ত ও সাকিবের উইকেট তুলে নিয়েছিলেন তিনি।