• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

লিডের আশা জোরালো করল বাংলাদেশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ মে ২০২২  

ঢাকা টেস্টের তৃতীয় দিনে প্রথম ঘণ্টায় দুই উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। দিনের শুরুতেই লঙ্কানদের ধাক্কা দেন ইবাদত হোসেন। এরপর দিমুথ করুণারত্নকে বোল্ড করেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৭৬ রান। বাংলাদেশের চেয়ে সফরকারীরা পিছিয়ে ১৮৯ রানে।

দিনের প্রথম ওভারে দ্বিতীয় বলে কাসুন রাজিথাকে বোল্ড করেন ইবাদত। আগের দিনের নাইটওয়াচম্যান রাজিথা এদিন ফিরেছেন রানের খাতা খোলার আগেই। এরপর নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস এসে করুণারত্নের সঙ্গে দেখে শুনেই এগোতে থাকেন। কিন্তু দলীয় ১৬৪ রানে সাকিব আল হাসানের বলে স্টাম্প উপড়ে যায় লঙ্কান অধিনায়কের। আগের একাধিকবার জীবন পাওয়া করুণারত্নে ফিরেছেন ৮০ রান করে।

এর আগে গতকাল মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশ ৩৬৫ রানে অলআউট হলে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। বিনা উইকেটে সে সেশনের বাকি অংশে ৮৩ রান করে দুই লঙ্কান ওপেনার করুনারত্নে-ওশাদা। চা-বিরতির পর আরও ১২ রান যোগ করে ৯৫ রানে দুজনের জুটি ভাঙে। ৫৭ রান করে ইবাদত হোসেনের বলে আউট হন ওশাদা। বিরতির আগে সাকিবকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেন ওশাদা। অবশ্য সাকিবের আগের ওভারে ক্যাচ আউট থেকে বেঁচে যান এ ওপেনার। জোরের ওপর মারা বলটায় হাত ছোঁয়ালেও তালুবন্দী করতে পারেননি সাকিব। তখন ওসাদার রান ৪৩।

এর আগে তাইজুলের বলে বাংলাদেশের রিভিউতে 'আম্পায়ার্স কলে' বেঁচে যান ওশাদা। তাইজুলের বলটা মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়ার সময় আঘাত হানে ওসাদার প্যাডে। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। টিভি রিপ্লেতে দেখা যায়, বাঁক নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভালোভাবেই অফ স্টাম্প ছুঁয়ে যেত বলটা। তখন ওশাদার রান ৩৯। শেষ পর্যন্ত অবশ্য ইনিংসটা বেশি বড় করতে পারেননি লঙ্কান ওপেনার। ওশাদার পর আজ ইনিংস বড় করতে পারেননি করুণারত্নেও। ফিরেছেন সেঞ্চুরি থেকে ২০ রান দূরে থাকতে।