• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

উইমেন এফটিপিতে ৫০ ম্যাচ বাংলাদেশের

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২  

অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো নারী ক্রিকেটের এফটিপি। পুরুষদের পর, এবার আগামী তিন বছরের জন্য নারীদের ভবিষ্যৎ সূচিও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আইসিসি। প্রথমবারের মতো উইমেন চ্যাম্পিয়নশিপে নাম এসেছে বাংলাদেশের। এ ছাড়া ২০২২-২৫ চক্রে ২৪টি ওয়ানডে এবং ২৬'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে সালমা-জ্যোতিরা। তবে, সাদা বলে ৫০ ম্যাচ খেলার সুযোগ পেলেও এ চক্রে টেস্ট খেলার সুযোগ থাকছে না জ্যোতিদের জন্য।

কয়েক দিন আগেই প্রকাশ করা হয়েছিল আইসিসির পুরুষ ক্রিকেটারদের ভবিষ্যৎ সফর পরিকল্পনা বা এফটিপি। সেখানে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার সুযোগ পায় বাংলাদেশ। এবার তারই ধারাবাহিকতায় নারীদের সূচিও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে জানানো হয়, ২০২২ থেকে ২৫ আগামী তিন বছরে কারা খেলবে কাদের বিপক্ষে।

পুরুষদের মতো নারী ক্রিকেটেও সুখবর মিলেছে বাংলাদেশের জন্য। এখন থেকে আইসিসি উইমেন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে টাইগ্রেসরা। স্বাভাবিকভাবেই তাই বাড়েছে তাদের ম্যাচ এবং সিরিজের সংখ্যা। গত মে মাসেই ক্রিকেটবিষয়ক সাইট ক্রিকইনফোর বরাতে জানা যায়, তিন বছরে ১০ দলের সবাই খেলবে আটটি তিন ম্যাচের সিরিজ। চারটি করে হোম এবং অ্যাওয়ে সিরিজের পর শীর্ষে থাকা পাঁচ এবং স্বাগতিক দলগুলো সরাসরি সুযোগ পাবে ২০২৫ বিশ্বকাপে।

এ চক্রে সবার সঙ্গেই একটা করে সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। কেবল ইংল্যান্ডের বিপক্ষে নেই লাল সবুজের প্রতিনিধিদের কোনো ম্যাচ। এ ছাড়া দেশের মাটিতে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে জ্যোতি বাহিনী। আর সফর করবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং উইন্ডিজে। আয়ারল্যান্ড ছাড়া সব সিরিজেই সমান তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। আইরিশদের সঙ্গে তিন ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টি খেলবে ৫টি। এ চক্রে বিশ্ব আসর ছাড়া মোট ২৪টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ পেল বাংলাদেশ।

চলতি বছরের ডিসেম্বরে ওশেনিয়া দিয়ে শুরু হবে নারীদের চ্যাম্পিয়নশিপ সফর। পরে আগামী বছরের শুরুতে যাবে লঙ্কা বধে। ২০২৩ এর জুন-জুলাইয়ে ঘরের মাঠে ভারত এবং অক্টোবরে পাকিস্তানকে মোকাবিলা শেষ করে দক্ষিণ আফ্রিকায় যাবে জাহানারারা। ২০২৪ এর মার্চে বাংলাদেশে আসবে মাইটি অস্ট্রেলিয়া। আর ডিসেম্বরে আইরশিদের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ শেষ করে নিজেদের শেষ সফরে উইন্ডিজ যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টেস্ট স্ট্যাটাস পেলেও এ চক্রে সাদা পোশাকের কোনো ম্যাচ পাচ্ছে না বাংলাদেশ। তিন বছরে ৭টি নারী টেস্ট হবে বিশ্বজুড়ে, যেগুলো খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা।