• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নারী ফুটবলারদের বেতন বাড়ানোর পরিকল্পনা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩  

বাফুফের ক্যাম্পে থাকা নারী ফুটবলাররা তাদের বেতন বাড়ানোর আবদার করেছেন। গত কয়েক দিন ধরে ক্যাম্পে থাকা ফুটবলাররা বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের কাছে আবদার করার সুযোগ খুঁজছিলেন। সালাহউদ্দিন বললেন, ‘ওরা বেতন বাড়ানোর কথা বলেছে। ৫০ হাজার টাকা বেতন চায়। ম্যাচ ফি চায়। সঙ্গে চায় দামি বুট। খাওয়ার মান আরো বাড়ানোর অনুরোধ করেছে।

সালাহউদ্দিন বললেন, ‘আমি মেয়েদের চাওয়াগুলো বুঝি। চাওয়াটা সঠিক। এই বাজারে যে টাকা দেওয়া হয়, তা হয় না। এসব খাতে ফিফা থেকে মেয়েদের জন্য বরাদ্দ থাকে না। আমি ক্রীড়া মন্ত্রণালয়ে জানিয়েছি।

বাংলার মেয়েরা সাফ চ্যাম্পিয়ন হয়েছেন। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েদের চাওয়ার কাছে একমত সালাহউদ্দিন। কিন্তু সামর্থ্যের মধ্যে সবকিছু করতে চান তিনি।  একটা পথ খোঁজার চেষ্টা করছেন। কিন্তু অর্থের সংকুলান না হলে বাস্তবায়ন করাটাও যে কঠিন, সেটা বুঝতে পারছেন তিনি। তবে ৫০ হাজার টাকার বেতন নয়, সালাহউদ্দিন মনে করেন ৩৫ থেকে ৪০ হাজার টাকা বেতন হলে ভালো হয়। তিনি বলেন, ‘আমি তো চাই ৫০ হাজারের বেশি দিতে। সেটা তো সম্ভব না। ওরা রেজাল্ট দিচ্ছে। আরো বেশি সুবিধা দিতে মন চায়।’ বেতন নিয়ে চূড়ান্ত কিছু হয়নি। এটি নির্ভর করছে অর্থ সংস্থানের ওপর।  ক্যাম্পের ৩০ সিনিয়র খেলোয়াড় এবং বাকি ৩০ জন খেলোয়াড়ের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে বেতন দেওয়ার ভাবনা। আন্তর্জাতিক ম্যাচ খেললে ম্যাচ ফি পাওয়া যায়। মেয়েদের এমন দাবি। ১০০ ডলার দাবি করেছে। উন্নত মানের বুট এবং উন্নত মানের খাবার। সালাহউদ্দিন বললেন, ‘মেয়েদের এই চাওয়াগুলো পারফেক্ট। হান্ড্রেড পারসেন্ট সঠিক।’ পাশে থাকা সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বললেন, ‘এখন জনপ্রতি ৭০০ টাকা খরচ হচ্ছে। এটা ১ হাজার ২০০ টাকায় উন্নতি করতে হয়।