• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

শুধু বিপিএলের জন্যই জাতীয় দলে ডাক পাননি হৃদয়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩  

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের মধ্যে চলা অনুশীলন ম্যাচে দারুণ ব্যাটিং করছিলেন তৌহিদ হৃদয়। শুক্রবার যখন হৃদয়রা ম্যাচ অনুশীলন করছিলেন তখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন জাতীয় নির্বাচক হাবিবুল বাশার। এ সময় হৃদয়কে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেয়ার কারণ জানান তিনি।
বাংলাদেশ ‘এ’ দলসহ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন অসাধারণ। নিজেকে ছাড়িয়ে যাওয়ার মতো পারফর্ম করেই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।

বাশার বলেন, ‘এই ছেলে (তৌহিদ হৃদয়) রান করছে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’তে। এমন না যে শুধু বিপিএলে এসেই সব রান করছে, তা কিন্তু না। অনেকেই মনে করছে বিপিএলের পারফরম্যান্সই খুব বেশি চোখে পড়েছে, অবশ্যই চোখে পড়েছে বিপিএলের পারফরম্যান্স। এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছে। কিন্তু বিপিএলে যেমন ব্যাটিং সে করেছে, নরমালি হৃদয় কিন্তু এমন ব্যাটিং করে না।’

এবারের বিপিএলে হৃদয় রান করেছেন, কিন্তু যেভাবে তিনি খেলেছেন নজর কেড়েছেন সবার। ফিফটি করেছেন ৫ ম্যাচে। সর্বোচ্চ অপরাজিত ৮৫। চার মেরেছেন ৪৩টি আর ছয় ১৩টি।

অন্যদিকে প্রথম শ্রেণি কিংবা লিস্ট ‘এ’তে হৃদয় ব্যাটিং করতেন ঠাণ্ডা মেজাজে, দেখেশুনে ধরে খেলায় পারদর্শী ছিলেন। লিস্ট ‘এ’তে তার স্ট্রাইক রেট ৭৯.৬৬। এ ছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ১২০.৮১। এবারের বিপিএলে যা ছিল ১৪০.৪১।

বাশার আরো বলেন, ‘প্রথম শ্রেণি বা অন্য জাযগায় ডিফারেন্ট ব্যাটিং করেছে। আমরা সবকিছু নিয়েই চিন্তা করেছি শুধু বিপিএল না। বিপিএল ছিল মাত্র তবে শেষ দুই বছরের পারফর্মটা মাথায় ছিল। সেটা নিয়েই আলোচনা হয়েছিল।’