• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

যুক্তরাজ্যে বিনা টাকায় দেখা যাবে বাংলাদেশের খেলা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সবগুলো ম্যাচ বিনা টাকায় দেখা যাবে যুক্তরাজ্যে। এই সিরিজের সম্প্রচার স্বত্ত্ব পেতে স্কাই স্পোর্টস যে পরিমাণ টাকা খরচ করেছে, টিভি চ্যানেলটিকে তা পরিশোধ করে দেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

স্কাই স্পোর্টসের পাশাপাশি ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সিরিজই সরাসরি দেখা যাবে ইসিবির ওয়েব সাইটেও। শুধুই টিভি এবং অনলাইনই নয়, যুক্তরাজ্যে রেডিওতেও শোনা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সরাসরি ধারাভাষ্য। রেডিও প্রতিষ্ঠান হিসেবে চুক্তি করেছে টকস্পোর্ট।

অথচ কয়েক দিন আগেও যুক্তরাজ্যে এই সিরিজ দেখা নিয়ে শঙ্কা ছিল। বেশ কয়েকজন ইংলিশ তারকা ক্রিকেটার এই সফরে খেলতে না আসায় সম্প্রচার স্বত্ব নিয়ে অনাহী দেখা গিয়েছিল চ্যানেলগুলোর মধ্যে। কয়েক দিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছিল, দ্বিপাক্ষিক সিরিজে লাভ কম হওয়ায় বাংলাদেশ সফর নিয়ে আগ্রহ কম চ্যানেলগুলোর।  যদিও শেষ মুহূর্তে কেটে গেছে সেই শঙ্কা।

আগামী ১ মার্চ শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৩ ও ৬ মার্চ। প্রথম দুই ওয়ানডে ঢাকায় হলেও তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে। ৯ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। মিরপুরে শেষ দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ।