• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পেনাল্টি মিসের পর ১০ জন নিয়েও জিতল বার্সা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

ফুটবল খেলায় প্রতি পরতে পরতে যে রোমাঞ্চের হাতছানি সেটারই প্রমাণ যেন আরো একবার পেল ক্রীড়াপ্রেমীরা। রোববার স্প্যানিশ লিগে রাতটি ছিল এমন। কি ছিল না এই ম্যাচে? পেনাল্টি মিস, পোস্টের বাধা এবং লাল কার্ড! আর কত কি?
সব সামলে শেষমেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সেলোনা। রোববার (৫ মার্চ) ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়েছে ১০ জন নিয়ে খেলা জাভির দল।

গতকাল খেলার ১৫ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা (১-০)। সার্জিও বুসকেটসের বক্সে বাড়ানো পাস ধরে অরক্ষিত থাকা বল জালে জড়ান তিনি।

প্রথমার্ধে আর গোল না পেলেও দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই একের পর এক নাটকের সৃষ্টি। ম্যাচের ৫৫তম মিনিটে পেনাল্টি মিস করে বসেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস।

ভালেন্সিয়ার ডি-বক্সে ডিফেন্ডার উগো গিয়ামনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে স্পট কিকে লক্ষ্যভেদ করতে পারেননি তোরেস।

ম্যাচের ৫৯তম মিনিটে বড় ধাক্কাটা খায় বার্সেলোনা। প্রতি-আক্রমণে ওঠা ভালেন্সিয়ার ফরোয়ার্ড হুগো দুরোকে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার রোনালদ আরাউহো।

এই এক গোল দিয়েই ৩ পয়েন্ট পেয়ে গেছে কাতালান জায়ান্টরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখল বার্সেলোনা। দলটির সংগ্রহ ৬২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থাকল দলটি।