• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

অতিরিক্ত খাওয়ার চিন্তা করলেই ইলেকট্রিক শক!

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

শরীরে মেদের আধিক্য। চিকিৎসক ঠিক করে দিয়েছেন খাবারের পরিমাপ। কিন্তু পেট ভরা থাকলেও খাবার দেখলেই আর লোভ সংবরণ করতে পারেন না। এ ধরনের মানুষের জন্য এক বিশেষ যন্ত্র আনার চেষ্টা করছেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। মেদবহুল মানুষের ওজন কমানোর জন্য এক ধরনের বিশেষ মাইক্রোচিপ তৈরি করছেন তাঁরা।

সেই মাইক্রোচিপের কাজ হবে মেদবহুল ব্যক্তির অসময়ে খাওয়ার ইচ্ছা হলেই ইলেকট্রিক শক দেওয়া। এ শকের মাধ্যমেই অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণ করে কমানো হবে ওজন। অন্তত তেমনটাই দাবি গবেষকদের। তবে এই চিপ এখনো পরীক্ষা-নিরীক্ষার স্তরেই রয়েছে। মানুষের ওপর ওই চিপের কার্যকারিতাও এখনো পরীক্ষা করা হয়নি। এ কাজের জন্য কয়েকজন মেদবহুল ব্যক্তি রাজিও হয়েছেন এরই মধ্যে।

ওই গবেষকদল মৃগী রোগীদের মস্তিষ্কের কার্যকলাপ পরীক্ষার জন্য রেসপনসিভ নিউরোস্টিমুলেশন সিস্টেম বা আরএনএস বানিয়েছিল আগেই। সেই সিস্টেমেরই পরিবর্তন করে মেদ কমানোর এই নতুন উপায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে তারা।

কিভাবে কাজ করবে এই চিপ? প্রথমে মেদবহুল ব্যক্তির শরীরে লাগিয়ে দেওয়া হবে ওই চিপ। ছয় মাস ধরে সেই চিপ মস্তিষ্কের কার্যকলাপ ভালো করে পরীক্ষা করবে। এরপর অসময়ে খাওয়ার ইচ্ছা হলেই হালকা ইলেকট্রিকের শক দেবে। যদিও এই চিপ দেহের বিএমআই (বডি ম্যাস ইনডেক্স) দেখে তবেই বসানো হবে। এ প্রকল্প সম্পূর্ণ পরীক্ষামূলক স্তরে আছে। পরীক্ষা সফল হলে মেদ কমাতে এই পদ্ধতি কাজে আসবে বলে আশা গবেষকদের।