• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

অনুমোদন না থাকায় পানির কারখানা সিলগালা, জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০  

অনুমোদন না থাকায় একটি পানির কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ সময় ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে বিদেশি পণ্য বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীর গুলশান ও বাড্ডা এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ জরিমানা, মামলা এবং সিলগালা করেন।

বিএসটিআইয়ের ছাড়পত্র গ্রহণ ব্যতীত অবৈধভাবে বিদেশি গুঁড়া দুধ, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট বিক্রি করায় গুলশান-২ এর ল্যাভেন্ডার, ফয়সাল টাওয়ার, ২৭ নর্থ সি/এ, গুলশান-২, ঢাকাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতীত ড্রিংকিং ওয়াটার বিক্রি ও বাজারজাত করায় হ্যাভেন পিওর ড্রিংকিং ওয়াটার, খ-৫৭/২, দক্ষিণ বাড্ডা, গুলশান, ঢাকাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং কারখানা সিলগালা করা হয়।