• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

অবৈধ অনুপ্রবেশের দায়ে চার ভারতীয়সহ গ্রেফতার ৫

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১  

লালমনিরহাটের হাতীবান্ধার ভুটিয়ামঙ্গল সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে চার ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ জানুয়ারি) বিকেল চারটায় হাতীবান্ধা থানা পুলিশ আটকদের জেল হাজতে পাঠিয়েছে। এর আগে শনিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- কুচবিহার জেলার শীতলখুচি থানার গিতলদহ গ্রামের জাহেদুল ইসলামের ছেলে আমির হোসেন বুলেট (২০), ইনছার আলীর ছেলে জয়নাল (৪৫), মজিবুর মিয়ার ছেলে আলমগীর হোসেন (২০), তৈয়ব আলীর ছেলে রেজাউল মিয়া রোহান (২০) ও ভারতীয় নাগরিকদের সহায়তাকারী বাংলাদেশী হাতীবান্ধার আমঝোল গ্রামের রেজাউল করিম (২৫)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল গ্রেফতাকৃতরা। এ সময় বিওপি’র সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে বিজিপি জোয়ানরা তাদের আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে লিখিত অভিযোগ করেন।

পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। রোববার বিকেলে হাতীবান্ধা থানা পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠান।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা হয়েছে।