• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

অর্ধেকের বেশি করোনা রোগী সুস্থ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ জুলাই ২০২০  

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন রোগীদের মধ্যে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা চার হাজার ৭০৩ জন। শতাংশের হিসাবে ৫২ দশমিক ৬ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন।

এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৩১৭ জন। এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছিলেন পাঁচ হাজার ৫৮০ জন। সুস্থতার হার ছিল ৫০ দশমিক ৯৩ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম একজন করোনা রোগীর মৃত্যু হয়। সোমবার (১৩ জুলাই) পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৯১ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৮৯০ জন এবং নারী ৫০১ জন। এ পর্যন্ত মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৬ হাজার ৮১৪ জন।

এদিকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৩৯১ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে।

করোনাভাইরাস বিষয়ে সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।