• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

আইপিএল না হলে ২ হাজার কোটি রুপি হারাবে বিসিসিআই

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

 

চীনে উৎপত্তি হওয়া মরণঘাতী করোনা ভাইরাসের থাবায় বন্ধ হয়ে যেতে পারে বিশ্ব ক্রীড়াঙ্গনের জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর আইপিএল অনুষ্ঠিত না হলে ভারতকে প্রায় ২ হাজার কোটি রুপি রাজস্ব হারাতে হবে বলে ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের। 

আইপিএলের ৩ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ওনার নীতা আম্বানি বলেন, বর্তমান অবস্থার প্রেক্ষিতে মনে হচ্ছে আইপিএল এবার নাও হতে পারে। (ইন্ডিয়ান এক্সপ্রেস) 

তিনি বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাতিল হলে ২ হাজার কোটি রুপিরও বেশি রাজস্ব হারাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১০০ কোটি রুপি করে হারাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি টিম। তবে এর জন্য কোনো ক্ষতিপূরণ পাবে না অংশগ্রহণকারী টিমগুলো। 
এ ব্যাপারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, আমরা আগামীতে কী হবে জানি না। তবুও বলছি, মনে করেন যদি ইন্ডিয়াতে করোনা ভাইরাসের সমস্যা সমাধান হয়ে যায়, কিন্তু অন্য কোথাও ঠিক হলো না। এছাড়া অলিম্পিক গেমসের আয়োজক দেশ জাপান, তারা সেটাও পিছিয়ে দিয়েছে।