• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

আইসোলেশনে না থাকায় পিরোজপুরে ২ জনকে জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

পিরোজপুর জেলায় করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে গতকাল আব্দুল্লাহ খায়রুল চৌধুরীর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এবং জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.আরিফ হাসান এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পিরোজপুর জেলা প্রশাসন।

অভিযানে সদর উপজেলার ব্রাহ্মণ্যকাঠি ও আলমকাঠিতে ২ জন প্রবাস ফেরত যথা ওমান (১৫/৩/২০) ও সৌদি আরব (১১/০৩/২০) ব্যক্তিকে সনাক্ত করা হয়। তারা হোম কোয়ারেন্টাইনে না থাকায়  বাংলাদেশ দণ্ডবিধির ২৬৯ ধারায় যথাক্রমে ৫,০০০/- ও ৩,০০০/- টাকা দন্ডারোপ করে ভ্রাম্যমাণ আদালত।

জনস্বার্থে এ জেলার সকল উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।পাশাপাশি সম্প্রতি  প্রবাস ফেরত ব্যক্তিদের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।