• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কৃষকের মুখে হাসি থাকে- গণপূর্ত মন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯  

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের কৃষকদের মুখে হাসি থাকে। তারা বিনামূল্যে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ পায়। কৃষক বান্ধব এ সরকারের চেষ্টায় আজ এদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ন। আর খালেদা জিয়ার আমলে কানসার্টে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। টাকা দিয়েও কৃষকরা সার পাননি।

আজ বুধবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নাজিরপুর একটি কৃষি নির্ভর উপজেলা। এখানে কৃষি উৎপাদিত পণ্যের শিল্প গড়ে তোলার পরিকল্পনার বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছি। তিনি আমাকে আস্বস্ত করেছেন। এ উপজেলার একজন কৃষকও আবাসহীন ও বস্ত্রহীন থাকবে না। আমি এমপি হিসাবে আপনাদের কাছে পরিচিতি পেতে চাই না, আমি আপনাদের সেবক হিসাবে পরিচিতি পেতে চাই। এ সময় তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, কোন অপরাধীকে নুন্যতম ছাড় দিবেন না, সে আমার দলের বা পরিবারের হলেও তাকে ছাড় নয়।

তিনি সরকারী কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমিসহ আমরা সকলে ভালো হয়ে যাবো। তবেই দেশটাকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসাবে গড়ে তোলা সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাষ্টার মূল্য রঞ্জন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগ বিজয় হালদার, শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬শ’ কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।