• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

আগামী ২৫ জানুয়ারি স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২০  

আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেশের সকল জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষকদের চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে দশম শ্রেণী) ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন আয়োজন করা হবে। তবে অন্য কোন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান যেমন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা এ নির্বাচনের আওতায় আসবে না।

তফসিল অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি থেকে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের মনোনয়নপত্র আহ্বান করা হবে। ১৬ জানুয়ারি মনোনয়নপত্র জমা নেয়া হবে। যাচাই বাছাই শেষে ১৮ জানুয়ারি বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এদিন বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৫ জানুয়ারি (শনিবার) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ। এ দিনই নির্বাচনের ফল ঘোষণা করা হবে।