• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

আজ কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

প্রথম ম্যাচে বুধবার কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রতিপক্ষরা কঠিন হলেও, জয় দিয়ে আসর শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে, বাংলাদেশকে শক্তিশালী মানলেও ইতিবাচক ফল করতে চায় কম্বোডিয়া। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু-দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। 
 

উয়েফা ডেভলেপমেন্ট কাপের দ্বিতীয় আসরে বাংলাদেশ। গেলবার থাইল্যান্ডে সুবিধা করতে পারেনি লাল সবুজরা। সেই আক্ষেপ ঘোঁচানোর পালা এবার দেশের মাটিতে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ কম্বোডিয়া। এরপর ফ্যারো আইল্যান্ড আর মালদ্বীপের বিপক্ষে খেলবে স্বাগতিকরা। তাই শুরু থেকেই ভালো করতে প্রত্যয়ী লাল-সবুজরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের কোচ  রবার্ট মার্টিন  বলেন, এই টুর্নামেন্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ইউরোপের দল এসেছে। ওদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আমাদের পরিনত করবে। বাকিরাও ভালো দল। তাই আমাদের ভালো শুরু করাটা খুবই প্রয়োজন। আশা করছি ইতিবাচক কিছুই অপেক্ষা করছে আমাদের জন্য।

চার দলের এই আসরে বাকিদের তুলনায় কিছুটা পিছিয়ে কম্বোডিয়া। তবে মাঠের লড়াইয়ে সেটা পুষিয়ে দেয়ার প্রত্যয় তাদের। বাংলাদেশকে ফেবারিট মানলেও চমক উপহার দিতে চায় অতিথিরা।

কম্বোডিয়া অনূর্ধ্ব-১৬ ফুটবল দল ইনোই কাজুনোরি বলেন, এটা আমাদের জন্য সুযোগ ভালো করার। তবে সেটা সহজ হবে না। বাংলাদেশ অনেক ভালো দল। তারউপর ওরা ঘরের মাঠে খেলছে। কিন্তু আমরা ভালো কিছুর অপেক্ষা করছি। ছেলেরা কঠিন পরিশ্রম করেছে। আশা করি মাঠে সেটা তারা প্রয়োগ করতে পারবে।
এর আগে উয়েফা ডেভলপমেন্ট কাপের উদ্বোধনী ম্যাচে মালদ্বীপ খেলবে ফেবারিট ফ্যারো আইল্যান্ডের বিপক্ষে।