• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আজ সারাদেশে কুয়াশা পড়ার পূর্বাভাস

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

গ্রামাঞ্চলে শিশিরের দেখা মিলছে অনেক দিন হয়ে গেল। ঠান্ডাও পড়ছে অল্প অল্প। সবকিছুই যেন শীতের আগমনী বার্তা বয়ে চলছে যে, শীত এল বলে। শীতের আগমনীর আরেক উপসর্গ কুয়াশা। গ্রামাঞ্চলে অল্প কুয়াশা কোথাও কোথাও পড়লেও তা আবহাওয়া অধিদফতরের বার্তায় এ বছর উঠে আসেনি।

আজ আবহাওয়া বার্তায় প্রথমবারের মতো কুয়াশা পড়ার কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ভোর নাগাদ হালকা কুয়াশা পড়তে পারে।

সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে মঙ্গলবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং বুধবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাতে আরও বলা হয়েছে, আগামী দুই দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর তার পরবর্তী ৫ রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে।

অন্যদিকে ঘূর্ণিঝড় বুলবুল লঘুচাপে পরিণত হয়ে ভারতের ত্রিপুরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গুরুত্বহীন হয়ে পড়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পটুয়াখালীতে ২ মিলিমিটার ছাড়া আজ দেশের আর কোথাও বৃষ্টি হয়নি। দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩২ ডিগ্রি সেলসিয়াস।