• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধে নিহতের সংখ্যা বাড়ছে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। নিহতদের মধ্যে সামরিক সদস্য ছাড়াও বহু নারী এবং শিশু রয়েছেন। যুদ্ধে তুরস্কের বিরুদ্ধে অভিযোগ তুলেছে আর্মেনিয়া। আর, যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। 

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে তুমুল লড়াই চলছে। আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনাদের সংঘর্ষে সেনা সদস্যদের মৃত্যু বেড়েছে।

যুদ্ধে দুই দেশের সামরিক বাহিনীর বাইরে আজারবাইজানের কারাবাখ অঞ্চলের আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরাও রয়েছে। এখন পর্যন্ত তাদেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

আজারবাইজান ও আর্মেনিয়া দু’দেশেই যুদ্ধ পরিস্থিতির জন্য সামরিক বাহিনীর বিশেষ আইন বলবৎ রয়েছে। সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আর্মেনিয়া অভিযোগ করেছে, আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক সংঘাতে সেনা পাঠাচ্ছে। এ সংঘাত থেকে তুরস্ককে দূরে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আর্মেনিয়া। তবে, অভিযোগ অস্বীকার করেছে আঙ্কারা।

আর, যুদ্ধবিরতি ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সম্ভাব্য সব কিছু করার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানায় রাশিয়া। যুদ্ধ বন্ধের আবেদন জানিয়েছে জাতিসংঘ।