• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

আমরা বাইরের রিলিফ খেয়ে বাঁচতে চাই না: পরিকল্পনামন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

'করোনা মহামারি ও প্রাকৃতিক দুর্যোগে বাইরের রিলিফ খেয়ে বাঁচতে চাই না। আমরা মাথা উঁচু করে কাজ করে বাঁচতে চাই। সরকার জনগণের পাশে আছে। দেশের গরিব মানুষের জন্য ১০ টাকা কেজির চালসহ নানাভাবে প্রণোদনা দিয়ে পাশে আছে। সরকার সাধ্যমতো মানুষকে সহযোগিতা দিয়ে যাচ্ছে।'

বৃহস্পতিবার বিকেল ৩টায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

মন্ত্রী আরো বলেন, সারা বিশ্ব এখন করোনা মহামারিতে অচলাবস্থায় রয়েছে। আমাদের দেশেও এই মহামারি হানা দিয়েছে। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য দিন-রাত কাজ করে যাচ্ছি। আমরা করোনা মহামারিতে থেকে মানুষকে রক্ষা করতে নানা উদ্যোগ গ্রহণ করেছি।

মন্ত্রী বলেন, আমাদের উদ্যোগের ফলে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা মহামারি তেমন ক্ষতি করতে পারেনি। কারণ আমরা আগে থেকেই দেশের মানুষকে সচেতন ও সুরক্ষাসামগ্রী দিতে পেরেছি। তার পরও কিছু ক্ষতি হয়েছে। যা এড়ানো সম্ভব না।

মন্ত্রী বলেন, এই করোনা মহামারির মধ্যেই হঠাৎ বন্যা আমাদের দুর্ভোগে ফেলে দিয়েছে। আমার নির্বাচনী এলাকাসহ সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলাই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘরবাড়ি তলিয়ে গেছে। মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বন্যার্তদের পাশেও রয়েছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির উদ্দিন প্রমুখ।