• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

আরচারিতে অষ্টম স্বর্ণ জিতলো বাংলাদেশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

নেপালে ১৩তম এসএ গেমসে আর্চারিতে পুরুষদের দলগত রিকার্ভে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। এ নিয়ে মোট ৮টি স্বর্ণ লাভ করলো বাংলাদেশ। রোববার (৮ ডিসেম্বর) সকালে এ স্বর্ণপদক লাভ করে দলগতভাবে বাংলাদেশের আর্চারির পুরুষ দল।

চলতি সাউথ এশিয়ান গেমসে অনেক বড় প্রত্যাশা নিয়েই গিয়েছে বাংলাদেশ। তবু প্রথম সাত দিনে স্বর্ণপদক এসেছিল ঠিক ৭টি। অন্য যেকোনো ডিসিপ্লিনের চেয়ে বেশি প্রত্যাশা রাখা হয়েছিল আরচারিকে ঘিরে।

হতাশ করেননি দেশের আরচাররা। আজ এসএ গেমসের অষ্টম দিনে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে আসরের অষ্টম স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

 

আরচারি থেকে আরও ৫টি স্বর্ণ জেতার আশা রয়েছে আজ। যেখানে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে রোমান সানা, মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে ইতি খাতুন, ছেলেদের কমপাউন্ড এককের ফাইনালে সোহেল রানা, মেয়েদের কমপাউন্ড এককের ফাইনালে সোমা বিশ্বাস এবং মেয়েদের দলগত রিকার্ভের ফাইনালে লড়বে বাংলাদেশ।

এর আগে সর্বপ্রথম স্বর্ণ উপহার দেন বাংলাদেশ সেনাবাহিনীর দিপু চাকমা। কাঠমান্ডুর সাতদোবাদো কমপ্লেক্সে পুমসে ২৯-ঊর্ধ্ব ক্যাটাগরিতে স্বর্ণপদক জেতেন দিপু।

এরপর মেয়েদের কারাতে কুমিতে অনূর্ধ্ব-৬১ কেজির ফাইনালে নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে দেশকে সোনার পদক উপহার দেন বাংলাদেশের মেয়ে হুমায়রা আক্তার অন্তরা।

এরপর ছেলেদের কারাতে ইভেন্টে ৬০ কেজি ওজন শ্রেণিতে ফাইনালে পাকিস্তানের মোহাম্মদ জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক জেতেন আল-আমিন। নারীদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজিতে পাকিস্তানের কাউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জেতেন মারজান আক্তার প্রিয়া।

ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে দেশের হয় পঞ্চম স্বর্ণপদক জেতেন মাবিয়া আক্তার সীমান্ত।

বাংলাদেশকে ষষ্ঠ স্বর্ণপদক উপহার দেন জিয়ারুল ইসলাম। তিনি ভারোত্তোলনে ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জেতেন।

এরপর সপ্তম স্বর্ণপদক উপহার দিয়েছেন ফাতেমা মুজিব। ফেন্সিংয়ে ব্যক্তিগত সেভার ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন এই অ্যাথলেট।

এ পর্যন্ত ১৩তম এসএ গেমসে বাংলাদেশ ৮টি স্বর্ণ ২২ টি রৌপ্য এবং ৫৫ টি ব্রোঞ্জ সহ ৮৫ টি পদক জিতেছে।