• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

ইডেন টেস্টেই দেখা যেতে পারে সৌম্যকে!

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

টি-টোয়েন্টি সিরিজর প্রথম দুই ম্যাচে খারাপ ব্যাটিং করেননি তিন নম্বরে নামা সৌম্য সরকার। প্রথম ম্যাচে তো দলকে জয়ের বন্দরের কাছে নিয়ে গেছেন। শেষ ম্যাচে 'ডাক' মেরেই পড়েন সমালোচনার কবলে। এরপর দেশে ফিরেই যোগ দেন ইমার্জিং টিমস এশিয়ান কাপে। যেখানে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন সৌম্য।

এবার শোনা যাচ্ছে, ইডেনে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টের আগে টেস্ট দলে ডাকা হতে পারে সৌম্যকে। কারণ তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের ওপেনিং পজিশন নিয়ে বড় সমস্যায় পড়ে গেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এমনটাই জানিয়েছে কলকাতার একটি শীর্ষ দৈনিক।

বাংলাদেশ দলীয় সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টের আগে সৌম্য সরকারকে উড়িয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বিসিবির এক কর্মকর্তার বক্তব্য তুলে ধরে দৈনিকটি জানায়, 'ঢাকা থেকে কলকাতা আধা ঘণ্টার দূরত্ব। নির্বাচকেরা চাইলে সৌম্যকে উড়িয়ে আনা হতে পারে। টি-টোয়েন্টিতে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে সে। তাই এ বিষয়ে আলোচনা হয়েছে।'

ইন্দোর টেস্টে দুই ওপেনার সাদমান ইসলাম এবং ইমরুল কায়েস পুরোপুরি ব্যর্থ হয়েছেন। উভয় ইনিংসে দুজনেই ৬ করে রান করেছে! আউট হয়েছেন একই বোলারের বলে। তাই ওপেনিং জুটি নিয়ে যথেষ্ট চিন্তায় টিম ম্যানেজমেন্ট।

এদিকে দেশে ফিরে ইমার্জিং কাপে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জেতাচ্ছেন সৌম্য। পরপর খেলেছেন ৮৪* এবং ৭৩ রানের দুটি ইনিংস। পাশাপাশি বল হাতেও উইকেট এনে দিচ্ছেন। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসটাও ভালো পারেন সৌম্য।

তাই ইডেনের ঐতিহাসিক গোলাপি বলের টেস্টে সৌম্য সরকারকে এখন সুযোগ দেয়া হয় কিনা, সেটাই দেখার বিষয়।