• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইন্দুরকানীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে র‍্যালি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতনিধিঃ
“আসুন, সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিত ভাবে ইঁদুর নিধন করি” এই স্লোগানকে সামনে রেখে  ইন্দুরকানীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইদুর রহমান, সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা  কে এম মহসিন, সমাজসেবক আঃ আজিজ হাওলাদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ইঁদুর একটি ক্ষতিকর প্রাণি। এরা বছরে সারা বিশ্বে যে পরিমান ফসলের ক্ষতি করে থাকে তা খেয়ে ১৮ কোটি মানুষ বেচে থাকতে পারে। পর্যাপ্ত খাবার পেলে একজোড়া ইঁদুর বংশবৃদ্ধি পরিক্রমায় বছরে ৩ হাজার বাচ্চা দিতে পারে। তাই সকলে সম্মিলিত ভাবে ইঁদুর নিধনে এগিয়ে আসতে হবে। ফসল সুরক্ষায় ইঁদুর নিধন করা প্রয়োজন।