• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইন্দুরকানীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯  

ইন্দুরকানী প্রতিনিধিঃ
কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা -এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানী জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসীর সঞ্চালনায় দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান।

বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, প্রেস ক্লাব সভাপতি আলমগীর কবির মান্নু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল গফ্ফার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ জগলুল হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন বাচ্চু প্রমুখ। এসময় বক্তারা বলেন, কন্যা শিশু এখন আর বোঝা নয়। দেশের বিভিন্ন কর্ম ক্ষেত্রে পুরুষের পাশাপাশি তারাও অগ্রনী ভূমিকা পালন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিতে ব্যাপক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। নারীরা আর পিছিয়ে থাকবে না।