• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইন্দুরকানীতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১২ জুন ২০১৯  

ইন্দুরকানী প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে দিনব্যাপী তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) জনাব মোঃ নাজমুল আলম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন এনডিসি, তথ্য কমিশনার সুরাইয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব, তথ্য কমিশনা আবুল হোসেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এম মতিউর রহমান।
এছাড়াও কর্মশালা আরও উপস্থিত ছিলেন ইন্দুরকানী সরকারি কলেজে অধ্যক্ষ মনিরুজ্জামান বুলবুল শিকদার, ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, গোলাম সরোয়ার বাবুল প্রমুখ। কর্মশালাটি পরিচালনা করেন সাবেক যুগ্ন সচিব, তথ্য কমিশনার আবুল হোসেন। কর্মশালায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এর প্রধানগণ এবং উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন।