• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইন্দুরকানীতে ২২ হাজারের অধিক শিক্ষার্থী নতুন বই পেল

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

ইন্দুরকানী প্রতিনিধি: ইন্দুরকানীতে নতুন বছরের প্রথম দিনে ২২ হাজার ৬শত ২৭ জন শিক্ষার্থী নতুন বই পেল। উপজেলার ৬৯ টি প্রাথমিক বিদ্যালয়ে ১১ হাজার ৩০ জন শিক্ষার্থীকে ২২ হাজার ৯শত ৬৫ পিস এবং মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও ইবতেদায়ী পর্যায়ের ৫৫টি প্রতিষ্ঠানে ১১ হাজার ৫ শত ৯৭ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৪৮ হাজার ৫শত ৪৮ পিস নতুন বই দেয়া হয়েছে। বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে খুবই উচ্ছসিত। বুধবার উপজেলা সদরের ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় ও সেতার স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠানে সারাদেশের ন্যায় এক যোগে বই উৎংসব অনুষ্ঠিত হয়। ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক মাঠে বই বিতরণ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: সাইদুর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক হেলা উদ্দিন গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মো: সেলিম খান, সহকারি শিক্ষক মো: আরিফুজ্জামান প্রমুখ। অপরদিকে সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: আসাদুল কবির তালুকদারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো: নাকির আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান, প্রধান শিক্ষক সাবেরা সুলতানা প্রমুখ। এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছেন। এটি তার একটি যুগান্তকারী উদ্যোগ। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার প্রসারতায় তিনি বিনামূল্যে শিক্ষার্থীদের নতুন বই দিচ্ছেন। এতে করে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দিত হয় এবং মন দিয়ে লেখাপড়া করতে উদ্বুদ্ধ হয়। বক্তারা দেশনেত্রীর দীর্ঘায়ু কামনা করেন এবং সকলকে তার জন্য দোয়া করতে বলেন। তিনি সুস্থ থাকলে দেশ ভাল থাকবে ও দেশ এগিয়ে যাবে।