• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইন্দুরকানীতে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০  


ইন্দুরকানীতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক ৪১তম ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অশোক রায়, প্রধান শিক্ষক অসীম কুমার, সহকারি প্রধান শিক্ষক শংকর কুমার শীল প্রমুখ। পরে অতিথিরা অংশগ্রহনকারী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের স্টল পরিদর্শণ করেন। মেলায় ১০ স্টলের মধ্যে ইন্দুরকানী সরকারি কলেজ, সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা, রামচন্দ্রপুর পি এস মাধ্যমিক বিদ্যালয়, কলারণ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়, বাড়ৈখালী এসএজএস মাধ্যমিক বিদ্যালয় সহ ৯টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী বিভিন্ন ধরণে যন্ত্র প্রদর্শণ করেন।